ওআইপিটিতে ফটোগ্রাফি কোর্সের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে

তথ্যপ্রযুক্তি

0-1419742604ঢাকা: বাংলাদেশের আইটি সেক্টরে অরেঞ্জবিডি লিমিটেড একটি সুপরিচিত নাম। বাংলাদেশে বিশ্বমানের প্রফেশনাল ট্রেনিং দেবার লক্ষ্যে চালু করেছে অরেঞ্জ ইনস্টিটিউট অব প্রফেশনাল ট্রেনিং (ওআইপিটি)।শুরুতেই ওআইপিটি এবং ফেসবুক ভিত্তিক ফটোগ্রাফি ক্লাব Photography in our dreams এর যৌথ উদ্যোগে ফটোগ্রাফির মৌলিক বিষয় সমূহের উপর কোর্স চালু হতে যাচ্ছে। প্রায় ২ মাস ব্যাপী এই ফটোগ্রাফি কোর্সের দ্বিতীয় ব্যাচ আগামী ১৫ জানুয়ারি, ২০১৫ থেকে কোর্সের ক্লাস শুরু হবে । কোর্সের প্রতিটি ক্লাস হবে দুই ঘন্টাব্যাপী, কোর্সে সর্বমোট ২৪ টি ক্লাস থাকবে। সেইসাথে থাকছে প্রাকটিক্যাল ক্লাস ও আউটডোর অ্যাকটিভিটিস। রাজধানীর কাওরান বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ওআইপিটির সুসজ্জিত মাল্টিমিডিয়া ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই সহ থাকছে আরও নানা আকর্ষনীয় সুযোগ।
আয়োজকদের মতে, ফটোগ্রাফি এখন একটি তুমুল জনপ্রিয় বিষয়। যে কোন সফল আলোকচিত্রির জন্য ফটোগ্রাফি মৌলিক বিষয়সমূহ জানা অত্যন্ত জরুরী যা তাদের ভবিষ্যতে একজন যোগ্য এবং প্রতিষ্ঠিত আলোকচিত্রি হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে। যে সকল বিষয় সমূহের উপর ভিত্তি করে কোর্সের পূর্ণ অবকাঠামো সাজানো হয়েছে তা হলো: Exposure Triangle, Camera Light Meeting, Focusing, White Balance, Composition, Histogram and File Systems এবং Basic Editing/Post Processing. অত্যাধুনিক ল্যাব সুবিধাসহ সকল পেশাজীবী এবং শিক্ষার্থীদের সুবিধার্থে Regular এবং Executive Batch এ ভর্তির সুযোগ রয়েছে। কোর্স রেজিস্ট্রেশন ফি জনপ্রতি রাখা হয়েছে ৭ হাজার ৫০০ শত টাকা। তবে প্রথম ও দ্বিতীয় ব্যাচ উপলক্ষে ৪৫০০ (চার হাজার পাঁচশত) টাকা মাত্র রাখা হয়েছে। কোর্সটি সমন্বয় করবেন: এল কে এম ইকবাল সোহেল, হেলাল রহমান, অ্যাডমিন ফটোগ্রাফি ইন আওয়ার ড্রিমস। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন অরেঞ্জ ইনস্টিটিউট অব প্রফেশনাল ট্রেনিং (ওআইপিটি) এর সিওও রিবেল মনোয়ার।
রেজিস্ট্রেশন এবং কোর্সের বিস্তারিত জানতে ভিজিট করুন নিম্নোক্ত লিঙ্ক এ-
Link: http://orangebd.com/photographycoursewww.oiptbd.com ওয়েবসাইটে।

হটলাইন: 01713-243678

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *