ফেসবুকে আগ্রহ হারাচ্ছে টিনএজাররা

Slider তথ্যপ্রযুক্তি
image_156742.facebookফেসবুক বিমুখ হয়ে পড়ছে টিনএজাররা। নতুন এক গবেষণায় ১ লাখ ৭০ ফেসবুক ব্যবহারকারী হিসেবে টিনএজারদের পাওয়া গেছে যারা ফেসবুকে সময় কাটানোর চেয়ে দ্রুত মেসেজ পাঠানোর অ্যাপগুলো বেশি ব্যবহার করছে। আমেরিকা ও ব্রিটেনে ১৬ থেকে ১৯ বছর বয়সী টিনএজারদের ৬৬ শতাংশ ফেসবুকে আগের মতো সময় কাটাচ্ছে না বলে গবেষণায় জানানো হয়।
গ্লোবাল ওয়েব ইনডেক্স (জিডাব্লিউআই) একটি বাজার জরিপ করে যার শিরোনাম ছিল ‘সোশাল সামারি ফর কিউ৩ ২০১৪’। সেখানে দেখা যায়, টিনএজাররা পুরোপুরি সোশাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন না হলেও এর সঙ্গে তাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়ে গেছে। যদিও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক, তারপরও গত ২ বছরে ছবি শেয়ারিং এবং মেসেজ পাঠানোর হার ২০ শতাংশ কমে গেছে।
দুই দেশের ২০ শতাংশ টিনএজার জানায় যে তারা ফেসবুকে নেই। কারণ তাদের অন্যান্য বন্ধুরা সবাই ইনস্টাগ্রাম বা অ্যান্য মেসেজ অ্যাপ ব্যবহার করছে।
আবার ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমেও এসব কাজ করা গেলেও টিনএজারদের কাছে এটি তেমন গুরুত্বপূর্ণ নয়। এমনকি সম্প্রতি ‘হোয়াটস অ্যাপ’-এর মতো অ্যাপও জনপ্রিয়তা হারাচ্ছে টিনএজারদের কাছে।
তবে টিনএজারদের মধ্যে ‘স্ন্যাপচ্যাট’ বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে। এই মেসেজিং অ্যাপটিই সবচেয়ে ছোটদের ব্যবহারকারী হিসেবে পেয়েছে। আমেরিকা, কানাডা এবং ব্রিটেনের ২৫ থেকে ৪০ শতাংশ টিনএজার স্ন্যাপচ্যাটে আসক্ত বলে জানানো হয় গবেষণায়।
সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *