স্কুল ছাত্রীর আত্মহত্যার অধিকতর তদন্তের দাবিতে মানববন্ধন

Slider ফুলজান বিবির বাংলা সারাদেশ


রাতুল মন্ডল শ্রীপুর: নাগরিক অধিকার সংরক্ষণের ব্যানারে গাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্রী আন্নী আক্তার বাঁধন (১৫)-এর মৃত্যুর অধিকতর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(১৯ নভেম্বর মঙ্গলবার) ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রীপুর নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন – বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বাঁধনের এই আত্মহত্যার মূল রহস্য উদঘাটন করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি করে বলেন, বাঁধন আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এর নিরপেক্ষ তদন্ত করলে আসল রহস্য উদঘাটন হবে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বাঁধন হত্যার যথাযথ তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ , ১৩ নভেম্বর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের বাদল মিয়ার মেয়ে আন্নী আক্তার বাঁধনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *