পান্ডুলিপি—-মৌসুমী টিকলি

Slider সাহিত্য ও সাংস্কৃতি

পান্ডুলিপিটি ঝাপসা হয়ে আসছে ক্রমশঃ
এর পরতে পরতে,আজ ধুলোর আস্তরন;
পাতাগুলো ঘোলাটে,বেশ কিছুটা বিবর্ণ!
এর কাহিনীর বৈচিত্রময়তা হারিয়ে গিয়েছে বহুকাল!

সেই কবে লেখা শুরু হয়েছিল এই পান্ডুলিপিটির!
এরপর কেটে গেছে বছরের পর বছর,
কেউ খোঁজ নেয়নি তার অগ্রসরতার!
কেউ যেন ভাবতেই পারেনি কোনো লালিত্য থাকতে পারে এই পান্ডুলিপিটির মাঝে!
থাকতে পারে বিস্ময়কর কোনো ঘটনার ঘনঘটা;
হতে পারে এ শার্লক হোমস এর গল্পের মতোই
রোমাঞ্চকর কিছু!

বরং সেকেলে পুরাতন সেই হলদেটে পাতাগুলো
হারিয়ে ফেলেছে ক্রমশই এর আকর্ষণীয়তাকে;
এর কালো হরফগুলো যে হতে পারে জীবন নাটকের এক একটি জাজ্বল্যমান অংক;
অথবা এর দাড়ি,কমা,সেমিকোলন গুলো
হতে পারে বহমান জীবনেরই যতি কিংবা বিরাম চিহ্ন,মঞ্চের পর্দার সামনে উপবিষ্ট মানুষগুলো হয়তো তা খেয়ালই করেনি!

বুঝতে চেষ্টা করেনি দৃশ্যপটের অন্তরালের অজস্র ছবি এই পান্ডুলিপিতেই রয়েছে লিপিবদ্ধ ;

কালের ভারে বিধ্বস্ত এই পান্ডুলিপির হলদেটে পৃষ্ঠাগুলো চলে যাবে একসময় আস্তাকুঁড়েতে;
চলমান জীবনের সেইসব ঘটনাগুলো ঘুরে ফিরবে
হয়তো কোনো ঝালমুড়ির ঠোঙায়,
অথবা পাড়ার মোড়ের কোনো চালতের আচারের তেলের আড়ালে;

এক একটি জীবনের পান্ডুলিপি এভাবেই হারিয়ে যাবে কালের বিবর্তনে ক্রমাগত;
হয়তোবা ঠাঁই করে নেবে এর কালো হরফগুলো
কারো বুকের অনেক অনেক গভীরে,
যেই গভীরতার কোনো থই মেলে না কখনও!

৩০/০৯/২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *