এভারেস্টের চূড়ায় হিউজের ব্যাট!

খেলা

hiugমাউন্ট এভারেস্ট। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। এখানেই অস্ট্রেলিয়ার প্রয়াত ব্যাটসম্যান ফিলিপ হিউজের ব্যবহৃত ব্যাটটি রাখার প্রস্তাব দিয়েছে নেপাল ক্রিকেট সংস্থা (সিএএন)। বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতিমধ্যে তারা নেপাল ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি ওয়ালি এডওয়ার্ডস বিষয়টি নিশ্চিত করেছেন।

হিউজের সম্মানে ব্যাটটি রাখা হবে হিমালয় পর্বতের চূড়ায়। সেটা অবশ্য সম্ভব হবে আসন্ন মার্চ-এপ্রিলে। বর্তমানে শীতের কারণে মাউন্ট এভারেস্টে ওঠা সম্ভব নয়। শুধু এভারেস্টের চূড়ায় ব্যাট রাখাই নয়, নেপালে হিউজের সম্মানে ৬৩ ওভারের একটি ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা করছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। এই উভয় দলের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার হলেও একটি দলকে নেতৃত্ব দেবেন নেপাল দলের অধিনায়ক।

ফিলিপ হিউজকে সম্মান জানাতে ভারতের বিপক্ষে সিডনি টেস্টে নানা রকম পরিকল্পনা হাতে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই শেফিল্ড শিল্ডের ম্যাচে গেল ২৫ নভেম্বর মাথায় আঘাত পেয়েছিলেন হিউজ। পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানেন। চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুতে গোটা ক্রিকেট-বিশ্ব থমকে দাঁড়িয়েছিল। শোকের ছাড়া নেমে এসেছিল ক্রীড়াজগতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *