নতুন অধিনায়ক চান্ডিমাল-থারাঙ্গা

Slider খেলা

73777_s6

ব্যর্থতার দায় নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়লেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এর ২৪ ঘণ্টার মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে দিনেশ চান্ডিমালকে। আর ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব দেয়া হয়েছে উপুল থারাঙ্গাকে। সম্প্রতি নিজেদের মাটিতে জিম্বাবুয়ের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। এই হারকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে বলে উল্লেখ করেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। এমন লজ্জার পর ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার সরাসরি অংশগ্রহণ শঙ্কার মুখে পড়েছে। আর এমন ঘটনার পর পদত্যাগ করলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কার ৩৪ টেস্ট, ৯৮ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। নিজের পদত্যাগ নিয়ে ম্যাথিউস বলেন, ‘সত্যিই খুব বাজে নৈপুণ্য দেখিয়েছি আমরা। আমি এর দায় নিচ্ছি। আমি আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু এখন পদত্যাগ করছি।
তবে এখনই দল ছাড়ছি না। কারণ, দলে এখনো আমার বিকল্প তৈরি হয়নি। এখন বোর্ড নতুন নেতৃত্ব খুঁজে নিতে পারে। আমি নিশ্চিত, তারা আমার চেয়ে ভালো করবে। আমি আমার উত্তরসূরিকে ২০১৯ বিশ্বকাপের দল গঠনে সহযোগিতা করতে চাই।’ অন্যদিকে নতুন পূর্ণ টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমাল ম্যাথিউসের সহযোগিতা চাইলেন। তিনি বলেন, ‘ম্যাথিউস আমাদের যেভাবে নেতৃত্ব দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। নেতৃত্ব সহজ কাজ নয়। তিনি একজন ম্যাচ উইনার। আশা করি, তিনি সামনের বছরগুলোতে আমাদের সহযোগিতা করে একই ভূমিকা পালন করে যাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *