বেপরোয়া ড্রাইভিং আর পথচারির জন্য সড়ক দুর্ঘটনা বাড়ছে

জাতীয়

KKAসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, চালক, পথচারী সবাই দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। এজন্য সড়ক দূর্ঘটনা বাড়ছে। তবে সড়ক দুর্ঘটনা রোধে সরকার আন্তারিক ভাবে কাজ করছে।

শুক্রবার সকালে পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের তেঁতুলিয়া-ঢাকা জাতীয় মহাসড়কের এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, রংপুর অঞ্চলের বিভিন্ন সড়কের ৩৫টি স্থানকে দুর্ঘটনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। এ জন্য সরকার আরও ৩৭ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, অতিরিক্ত পন্য পরিবহনের কারণে বিভিন্ন সড়ক সময়ের আগেই নষ্ট হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় এমন ১২টি ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরো হবে। ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধন শেষে তিনি ঠাকুরগাওয়ের উদ্দেশে পঞ্চগড় ছেড়ে যান।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (এক্সেস টু ইনফরমেশন) কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সওজের নির্বাহী প্রকৌশলী মোমেনুল ইসলাম মৃধা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুরুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *