অধিনায়কের লড়াইয়ে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া

খেলা

mcg-655x360অস্ট্রেলিয়া: ২৫৯/৫ (স্মিথ ৭২*, শামি ২-৫৫) প্রথম দিনের শেষে*

স্টিভেন স্মিথের লড়াকু ইনিংসে বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া৷ অ্যাডিলেড, ব্রিসবেনের পর মেলবোর্নেও সেঞ্চুরির স্বপ্ন দেখছেন অজি অধিনায়ক৷স্মিথের অপরাজিত ৭২ রানে মেলবোর্ন টেস্টের প্রথম দিন পাঁচ উইকেটে ২৫৯ রান তুলেছে অস্ট্রেলিয়া৷ক্রিজে রয়েছেন স্মিথ (৭২) ও ব্র্যাড হা ডিন (২৩)৷

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হল ভারতের লোকেশ রাহুল ও অস্ট্রেলিয়ার জো বার্নসের৷রোহতি শর্মার পরিবর্তে এদিন ভারতের প্রথম একাদশে জায়গা পান রাহুল৷২৫৮ নম্বর খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হয় কর্নাটকের ২২ বছর ডানহাতি
ব্যাটসম্যানের৷অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত  থেকে টেস্ট ক্যাপ নেন রাহুল৷ছ’  নম্বরে রোহিতের জায়গায় ব্যাট করতে নামবেন কর্নাটকের ডানহাতি ওপেনার৷অস্ট্রেলিয়ার হয়ে এদিন টেস্ট অভিষেক হল ২৫ বছরের নিউ সাউথ ওয়েলস
অল-রাউন্ডার বার্নসের৷ ব্যাটে হাতে যিনি ব্যর্থ৷মাত্র ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন  বার্নস৷

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া৷ইনিংসের দ্বিতীয় ওভারের ওয়ার্নারকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান উমেশ যাদব৷কিন্তু ক্রিস রজার্স (৫৭) ও শেন ওয়াটসনের (৫২) হাফ-সেঞ্চুরির সাহায্যে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া৷৩২ রান করেন শন মার্শ৷উমেশ যাদব ও মহম্মদ শামি দু’টি করে এবং রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট নিয়েছেন৷চার ম্যাচের সিরিজে প্রথম দু’টি টেস্ট হেরে ০-২ পিছিয়ে ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *