ইউরোপা লিগের শিরোপা জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ

Slider খেলা

111817_bangladesh_pratidin_europa

অ্যান্তোনিও গ্রিজম্যানের জোড়া গোলের নৈপুণ্যে মার্সেইকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ।

বুধবার রাতে রুডি গ্রাসিয়ার দলকে ৩–০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুলল অ্যাটলেটিকো।

এদিন ফাইনালে মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচের ২১ মিনিটেই অ্যাটেলেটিকোকে এগিয়ে দেন গ্রিজম্যান। বিরতির মিনিট চারেক পরেই সেই গ্রিজম্যানের গোলেই ব্যবধান বাড়িয়ে নেয় অ্যাটলেটিকো। ৮৯ মিনিটে কোকের পাস থেকে গাবির গোলে ট্রফি জয় নিশ্চিত হয়ে যায় দিয়েগো সিমিওনের দলের। যদিও নিষেধাজ্ঞার কারণে বুধবার রিজার্ভ বেঞ্চে ছিলেন না সিমিওনে।

এই নিয়ে তৃতীয়বার ইউরোপা লিগের খেতাব জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০০৯–১০ এবং ২০১১–১২ মওসুমের পর এবার মার্সেইকে ৩–০ গোলে হারিয়ে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

রাশিয়া বিশ্বকাপে যাওয়ার আগে ক্লাবকে জোড়া গোল করে ইউরোপা লিগের ট্রফি উপহার দিলেন ফরাসি তারকা গ্রিজম্যান। কেউ কেউ বলছেন, বার্সেলোনা যাওয়ার আগে অ্যাটলেটিকোকে উপহার দিলেন এজি সেভেন। দলবদলের বাজারে যে জোর খবর, পরের মওসুমে বার্সেলোনায় যাচ্ছেন ফরাসি তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *