‘রওশনকে চেয়ারম্যান ঘোষণায় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা’

Slider জাতীয় রাজনীতি


ঢাকা: রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দলের একাংশের ঘোষণার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এরশাদের ছোট ভাই জি এম কাদের। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

এ ব্যাপারে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কাদের।

সংবাদ সম্মেলনে ঘটনার তীব্র বিরোধিতা করেন জি এম কাদের। তিনি বলেন, যে কেউ ইচ্ছা করলেই এ ধরনের ঘোষণা দিতে পারেন না বা নাম ঘোষণা করতে পারেন না। এর জন্য দলের গঠনতন্ত্র রয়েছে। তিনি বলেন, ‘এই ঘোষণা গঠনতন্ত্র পরিপন্থী।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের যে কোনো ব্যাপারে সংশ্লিষ্ট যে কেউ কোনো প্রস্তাব করতে পারেন। কিন্তু তা গ্রহণযোগ্য হওয়ার জন্য কতকগুলো নিয়ম কানুন রয়েছে। সেগুলো মানা না হলে তা গ্রহণযোগ্য হবে না।’

কাদের বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে আমাকে (জি এম কাদের) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করে গেছেন। তাঁর মৃত্যুর পর আমাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। সুতরাং, এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বের কোনো সুযোগ নেই।’

জাতীয় সংসদে জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা উল্লেখ করে সংসদে চিঠি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, গঠনতন্ত্র মেনে দলের নেতাদের সঙ্গে কথা বলে স্পিকারকে চিঠি দেওয়া হয়।

এ ব্যাপারে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘যে কোনো সংগঠনের শৃঙ্খলা কী, বিশৃঙ্খলা কী এটি ওই সংগঠনে জড়িত সবাই বোঝেন। সুতরাং আজকের এই ঘটনায়ও দলের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনে সংবাদ সম্মেলনে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা দেন জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

রওশন বর্তমানে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে রওশন বলেন, ‘এরশাদ সাহেব তিলতিল করে পার্টিটাকে কষ্ট করে গড়ে তুলেছেন। এখন সেই পার্টিটাকে ভালো করতে চাই।’

পুরনো যারা জাতীয় পার্টি থেকে ছেড়ে গেছেন, তাদের নতুন করে দলে যুক্ত হওয়ার আহ্বান জানান রওশন। তিনি বলেন, ‘মান-অভিমান ভুলে দেশ ও মানুষের স্বার্থে জাতীয় পার্টির পতাকাতলে আসুন। সবাই একসঙ্গে কাজ করলে জাতীয় পার্টিকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *