ঢাকা: কাশ্মীর নিয়ে জাতির উদ্দেশে আজ সোমবার ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি কাশ্মীরের নানা সমস্যা ও কাশ্মীরিদের স্বাধীনতা নিয়ে কথা বলেন। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৬টার দিকে এ ভাষণ দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভাষণে বলেন, ভারতে উগ্র হিন্দুপন্থী নামে পরিচিত সংগঠন আরএসএস এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুলের কারণে কাশ্মীরিরা স্বাধীনতার সুযোগ পাবে। তিনি বলেন, কাশ্মীর সমস্যা এখন আর কোনো দ্বিপাক্ষিক সমস্যা নয়। এটি এখন আন্তর্জাতিক সমস্যা।
ইমরান খান বলেন, আমরা কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলের নজর কাড়তে পেরেছি; এটাই বড় সাফল্য। আমরা এটা নিয়ে জাতিসংঘে যেতে পেরেছি।