ডেঙ্গু: জরুরি অবস্থা ঘোষণা চান ফখরুল

Slider বাংলার মুখোমুখি


ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু নিয়ে রাজনীতি না করে জরুরি অবস্থা ঘোষণা করে সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত কয়েক জন রোগীকে দেখে এসে শুক্রবার বিকেলে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সারা দেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা চলতে থাকবে। জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি অবস্থার ভিত্তিতে সম্মিলিতভাবে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ডেঙ্গু নিয়ে এখন রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিতে হবে।

পরিবারগুলো শিশুদের নিয়ে দুশ্চিন্তায় আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি যাদের দেখে এসেছেন, তাঁদের অনেকেই সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি বলেন, দেরি না করে সরকারকে চিকিৎসকসহ সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে হবে।

সব বিষয়ে আদালতকে হুকুম দিতে হয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, বিচার বিভাগ এখন বাংলাদেশ চালাচ্ছে। সরকার পুরোপুরি ব্যর্থ। বিভিন্ন ক্ষেত্রসহ স্বাস্থ্যসেবা ও ডেঙ্গু প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *