ছাত্রলীগের ১৯ পদ শূন্য ঘোষণা

Slider রাজনীতি

ছাত্রলীগের নবগঠিত ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে থাকা বিতর্কিতদের নেতাদের বহিষ্কার ও বঞ্চিতদের পদ প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচী চলছে। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১৯ বিতর্কিত’র পদ শূন্য ঘোষণা হবে বলে জানিয়েছিলেন।

অবশেষে ছাত্রলীগের সম্প্রতি ঘোষিত নতুন কমিটির ১৯টি পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে পদ শূন্য ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে বিজ্ঞপ্তিতে কোন ১৯টি পদ শূন্য ঘোষণা করা হয়েছে তা জানানো হয়নি ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯টি পদ শূন্য ঘোষণা করা হলো। পরবর্তীতে যাচাই-বাছাই-পূর্বক উক্ত পদসমূহ পূরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *