সাংবাদিকদের উস্কানিতেই নাকি সেদিন হেসেছিলেন শাজাহান খান!

Slider রাজনীতি

গত বছর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের যে হাসি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছিল, নয় মাস পর সেই হাসির ঘটনার ব্যাখ্যা দিলেন তিনি। সাংবাদিকরা হাসার জন্য ‘উস্কানি’ দিয়েছিলেন বলে দাবি করে তিনি বলেন, ‘আমার হাসার জন্য উস্কানি দিয়েছেন এই সাংবাদিক বন্ধুরা। ’

সোমবার ১৪ দল আয়োজিত ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ’ শীর্ষক সেমিনারে শাজাহান খান এ কথা বলেন।

সেমিনার সঞ্চলনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাসিম।

তিনি শাজাহান খানকে বক্তব্য রাখার অনুরোধ জানিয়ে বলেন, ‘শাজাহান খান সাহেব, আপনি বলেন। আপনার সবই ঠিক আছে, তবে হাসি ও গরু-ছাগল মন্তব্যের জন্যই সমস্যা হয়েছিল। ’
মোহাম্মদ নাসিমের বক্তব্যের জবাব দিতে গিয়ে শাজাহান খান এমপি তার সেই হাসির নেপথ্য কারণ তুলে ধরে বলেন, ‘ওই হাসির নেপথ্যে ছিল সাংবাদিকদের উস্কানি।

৬৮ বছর পর মোংলা বন্দরের জট ছুটতে যাচ্ছে- এই কথা বলার সময় হঠাৎ করে একজন সাংবাদিক আমাকে সড়ক দুঘটনা প্রসঙ্গে জানতে চেয়েছিলেন। তখন আমি বলেছিলাম এই ঘটনায় চালকের ত্রুটি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সঙ্গে সঙ্গে এক সাংবাদিক বললো আপনার আসকারা পেয়ে চালকরা এমন হয়েছে। আমার নাকি আস্কারা? এই কথায় আমি একটু হেসেছিলাম। তাছাড়া আমি একটু বেশি হাসি দেই। তবে এই হাসির জন্য উস্কানি দিয়েছে সাংবাদিকরা। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *