রাজবাড়ীতে মাদক,জঙ্গীবাদ ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে ভারতীয়দের সাইকেল র‌্যালি

Slider গ্রাম বাংলা

শেখ মামুন, রাজবাড়ীঃ ফুটবল লাভার্স এসোসিয়েশন কোলকাতা এবং মানবতার সেবায় উৎসর্গ বাংলাদেশ এর আয়োজনে মাদক বিরোধী এ সাইকেল র‌্যালী নিয়ে সদস্যরা এসেছে বাংলাদেশে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্যদিয়ে এ সাইকেল র‌্যালীর টিমকে স্বাগত জানান রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক মোঃ শওকত অালী।

পরে জেলা প্রশাসক সাইকেল র‌্যালীর পতাকা নাড়িয়ে র‌্যালি শুরু করেন এবং রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন সাইকেল র‌্যালির সদস্যরা।
কোলকাতা ফুটবল লাভার্স এসোসিয়েশন টিমলিডার সাধারন সম্পাদক মিহির দাস এবং মানবতার সেবায় উৎসর্গ বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য ও টিম লিডার শেখ শাহারিয়ার পান্নু এ সাইকেল র‌্যালির সার্বিক ব্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করছেন।

এ টিমে ভারতীয় ১২ জন এবং বাংলাদেশের ৮ জন সাইকেলিস্ট র‌্যালিতে অংশ নেয়। বুধবার বিকালে তারা রাজবাড়ীতে আসেন এবং সার্কিট হাউজে রাত যাপন শেষে সকালে ঢাকার উদ্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্ত্বর থেকে টিমটি রওনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *