ডাকসু নির্বাচন: নুর সহ ৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

Slider ঢাকা


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চলাকালে বেগম রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদাকে লাঞ্ছিত ও ভাংচুরের অভিযোগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের সহ-সভাপতি প্রার্থী নুরুল হক নুর এবং ছাত্র ইউনিয়নের সভাপতি ও বামজোটের সহ-সভাপতি প্রার্থী লিটন নন্দীসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে ঢাবির নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারজুকা রায়না বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার তথ্যটি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান । বেগম রোকেয়া হলের প্রভোস্টকে লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রথমে একটি লিখিত অভিযোগ জমা দেন। পরে সেটিকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেয়া হয়।

মামলায় নুর ও লিটন ছাড়াও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঢাবির জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আনিসুর রহমান, সাধারণ সম্পাদক প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবীবা বেনজীর এবং রোকেয়া হল সংসদে স্বতন্ত্র সহ-সভাপতি প্রার্থী শেখ মৌসুমীর নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য ডাকসু নির্বাচনে নুর সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *