রাজবাড়ীতে প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মত বিনিময়।

Slider ফুলজান বিবির বাংলা


শেখ মামুন, রাজবাড়ীঃআসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে রাজবাড়ী জেলার চার উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

সোমবার (১১মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি (পিপিএম),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সদর এবং বালিয়াকান্দি উপজেলা রিটার্নিং অফিসার আশেক হাসান,সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইদুজ্জামান খান,জেলা নির্বাচন অফিসার ও গোয়ালন্দ এবং পাংশা উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার হাবিবুর রহমান।

বক্তারা বাংলাদেশ নির্বাচন কমিশনের উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা,পোলিং এজেন্টদের জন্য নির্দেশনা সম্পর্কে আলোচনা করেন।
উল্লেখ্য,আগামী ২৪ মার্চ রাজবাড়ী জেলার ৪ টি উপজেলার পরিষদ নির্বাচনে ভোট গ্রহন হবে।এতে ৬ লক্ষ ৯১ হাজার ৫৮৬ জন ভোটার তাদের ভোট প্রদান করবে।রাজবাড়ীর ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন,ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *