কাদেরকে দেখতে বিএসএমএমইউতে দেবী শেঠী

Slider ফুলজান বিবির বাংলা


ঢাকা: চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে পৌঁছেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী। বেলা দেড়টার দিকে তিনি সেখানে পৌঁছান।

এর আগে বঙ্গবন্ধু মেডিকেলের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. শেঠীকে স্বাগত জানান। অধ্যাপক ডা. হারিসুল হক বলেন, আমরা তাকে সরাসরি হাসপাতালে নিয়ে এসেছি। সব দেখে কার্ডিয়াক সার্জন হিসেবে তিনি তার মতামত জানাবেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি ইতিমধ্যে কাদেরকে দেখতে আইসিইউতে প্রবেশ করেছেন। তাকে দেখার পর ব্রিফিং করা হবে।

ভারতের নারায়ণ ইন্সটিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ডা. দেবী শেঠীর ১৫ হাজারের বেশি অস্ত্রোপচার করার অভিজ্ঞতা রয়েছে। স্বল্প খরচে হৃদরোগের চিকিৎসা দেয়ার উদ্যোগ নিয়ে আলোচিত এই চিকিৎসককে ২০১২ সালে পদ্মভূষণ খেতাবে ভূষিত করে ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *