ডাকসুতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন ৩ এজিএস সহ ৩৬ জন

Slider শিক্ষা


ঢাকা:ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদের নির্বাচনে তিনজন সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ৩৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায়, এই প্রার্থীদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী নেই। এর সবাই ছাত্রলীগের প্যানেলের।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাওয়া এজিএসরা হলেন, ফজিলাতুন্নেছা মুজিব হলে সাবরিনা খাতুন (সমাজবিজ্ঞান), জিয়া হলে আবদুল মমিন (বাংলা) এবং বঙ্গবন্ধু হলে জুলফিকার হাসান (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস)। রোববার বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদের বিপরীতে ৫০৯ জনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাওয়া অন্যান্যরা হলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলে সহ-সাধারণ সম্পাদক পদে সাবরিনা খাতুন (সমাজবিজ্ঞান), পাঠকক্ষ সম্পাদক পদে সানজিনা ইয়াসমিন (এমআইএস), অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে রিয়া আক্তার শান্তা (ট্যুরিজম), বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে পাপিয়া আক্তার (ইসলামের ইতিহাস), সমাজসেবা সম্পাদক পদে ইসরাত জাহান (ইসলামিক স্টাডিজ)। এছাড়া এ হলে চারটি সদস্য পদের বিপরীতে রয়েছে ৪ জন প্রার্থী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন সহ-সাধারণ সম্পাদক পদে জুলফিকার হাসান (এআইএস), অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে মুনতাছির মমতাজ (ফার্সি), বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাছান (স্বাস্থ্য অর্থনীতি)।

কবি জসীম উদদীন হলে সাংস্কৃতিক সম্পাদক পদে ইমাম-উল-হাসান (আন্তর্জাতিক সম্পর্ক), পাঠকক্ষ সম্পাদক পদে নাসির উদ্দীন (আরবী), বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে জাহিদ হাসান (ইসলামিক স্টাডিজ) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

শহীদুল্লাহ হলে সাংস্কৃতিক সম্পাদক পদে হেলাল উদ্দীন (গণিত বিভাগ), পাঠকক্ষ সম্পাদক পদে শামসুর রহমান সুইট (ফার্মেসি বিভাগ), বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে ইমরান হোসেন (জীন প্রকৌশল), সমাজসেবা সম্পাদক পদে আল আমিন মাসুদ (গণিত), জিয়া হলে সহ-সাধারণ সম্পাদক পদে আবদুল মমিন (বাংলা) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন। এ হলেও চারটি সদস্য পদের বিপরীতের প্রার্থী ৪ জন।

মাস্টার দা সূর্যসেন হলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পাঠকক্ষ সম্পাদক পদে রেজওয়ানুল ইসলাম (তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে সাব্বির হাসান সৌরভ (ক্রিমিনোলজি), সমাজসেবা সম্পাদক পদে জহিরুল ইসলাম (উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ), সলিমুল্লাহ মুসলিম হলে বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে জাহিদ হাসান (নৃত্যকলা), সমাজসেবা সম্পাদক পদে মিলন খান (তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), অমর একুশে হলে পাঠকক্ষ সম্পাদক পদে তারেকুল ইসলাম (গণিত), হাজী মুহম্মদ মুহসীন হলে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে শাহারিয়ার সনেট (দর্শন), শামসুন নাহার হলে পাঠকক্ষ সম্পাদক পদে বিশাখা দাস ইরা (গণিত), বিজয় একাত্তর হলে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে মীর মো. বনী ইয়ামিন (মার্কেটিং), সার্জেন্ট জহুরুল হক হলে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে সোহেল রহমান (সমাজকল্যাণ), বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে আনন্দ ফকির (ইসলামিক স্টাডিজ), স্যার এ এফ রহমান হলে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে আরিফ হোসেন (আইইআর) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *