চলমান উত্তেজনায় ভারতকে এরদোয়ানের পরামর্শ

Slider সারাবিশ্ব

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, পাকিস্তান আটক ভারতীয় পাইলটকে মুক্তি দিয়ে যে ইতিবাচক মানসিকতা দেখিয়েছে তাকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে। আমরা আশা করি যে ভারতের বন্ধুরা একইভাবে ইতিবাচক পদক্ষেপ ও উদার মানসিকতা দেখাবে।

শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় ট্রাবজন শহরে একটি গণ সমাবেশে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।

আসন্ন স্থানীয় নির্বাচনের প্রস্তুতির সমাবেশে অংশ নিয়ে তিনি আরো বলেন, পাক-ভারত চলমান উত্তেজনা নিরসনে যা কিছু দরকার তা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক।

এমনকি পাক-ভারত চলমান যুদ্ধাবস্থায় কারোই লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংকট সমাধানে আমাদের যা করতে হবে তা নিশ্চিত করব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *