ডাকসু নির্বাচনে জিএস পদে লালমনিরহাটে মেয়ে শৈলি

Slider শিক্ষা

লালমনিরহাটের মেয়ে শৈলি ডাকসু নির্বাচনে জিএস পদে লড়ছে

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ

আসন্ন ১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)নির্বাচনে রাকিব, শফিকা-জহুরুল প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ)।

জি এস পদে প্রতিদ্বন্দিতা করছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা ডাউয়াবাড়ি ইউনিয়নের মরহুম আজিজার রহমানের নাতনী, হাতীবান্ধা উপজেলা জাসদের সভাপতি সাদেকুল ইসলামের ভাতিজি, বাংলাদেশ ছাত্রলীগ জাসদের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী রুপকার রংপুর জেলা স্কুলের শিক্ষক সফিয়ার রহমানের কন্যা শফিকা রহমান শৈলি।

জি এস পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে শৈলি সবার দো’আ প্রার্থী। শৈলি জানায়,দলীয় রাজনৈতিক বৃত্তে আবদ্ধ স্বপ্নের ডাকসু।ক্ষমতার লড়াইয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলার শক্তি গুলো আজ বিচ্ছিন্ন।দল-মত-জাতি-গোষ্ঠী নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে জি এস পদে প্রার্থী হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *