‘বিতর্কিত নির্বাচনে ভোটে মানুষের আগ্রহ কমেছে’

Slider রাজনীতি

বিতর্কিত নির্বাচনের কারণে ভোট দিতে মানুষের আগ্রহ কমেছে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মুজমদার। তিনি বলেন, এখন ভোট নিয়ে মানুষের মাঝে চরম অনাগ্রহ ও অনাস্থার সৃষ্টি হয়েছে। নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।

শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক- সুজনের আঞ্চলিক পরিকল্পনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে সুজন সম্পাদক আরো বলেন, নির্বাচন কমিশন, দুদকের মতো রাষ্ট্রীয় সংস্থাগুলো দলীয়করণ ও পক্ষপাতদুষ্টের কারণে কার্যকারিতা হারিয়েছে।
সুজন ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহবায়ক ইয়াজদানী কোরায়শীর সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুজন সমন্বয়ক দিলীপ কুমার সরকার, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শেরপুর জেলা সাধারণ সম্পাদক শওকত আলী, কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া প্রমুখ।

এছাড়াও সভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *