স্থানান্তর হচ্ছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস

Slider জাতীয় সারাদেশ সারাবিশ্ব

unnamed
এম এ-আমীন
ষ্টাফ করেসপন্ডেন্ট সৌদি আরব
গ্রাম বাংলা নিউজ২৪.কম
রিয়াদ: স্থায়ীভাবে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস কার্যালয়। নতুন কার্যালয়টির রঙের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

দূতাবাস কার্যালয় স্থানান্তরের বিষয়টি বাংলানিউজকে জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহিদুল ইসলাম।

ইতোমধ্যে বিভিন্ন অফিসিয়াল ফাইলপত্র নতুন ভবনে স্থানান্তর শুরু করা হলেও মূলত জুলাই মাসের শেষের দিকে নতুন সুবিশাল ভবনে পুরোদমে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে জানা যায়।

নতুন ভবনটি বর্তমান ভবন থেকে ৫/৬কিলোমিটার দূরে। ঠিকানা: আস শেখ হোসাইন বিন হাসান স্টিট, আল ওয়াহা কোয়াটার, বিল্ডিং নম্বর ৪৪।

রাষ্ট্রদূত আরও জানান, নতুন ভবনে ১৫শ’ লোকের জন্য শীততাপ নিয়ন্ত্রিত বসার জায়গা তৈরি করা হয়েছে। পুরাতন ভবনে যেখানে পাসপোর্টের আবেদন নেওয়ার চারটি কাউন্টার ছিলো সেখানে নতুন ভবনে ১২টি কাউন্টার থাকবে।

নতুন ভবনে দূতাবাস স্থানান্তরের ফলে সেবা নিতে আসা প্রবাসীদের বসার স্থানের সংকট দূর হবে। একই সঙ্গে আগের চেয়ে অনেক বেশি সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের স্থান সংকুলান না হওয়া এবং যত্র-তত্র গাড়ি পার্কিং, ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করার কারণে দূতাবাস কার্যালয়ের আশ-পাশের বাড়ির মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *