শেখ মামুন,রাজবাড়ী প্রতিনিধিঃ শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ২০ তম বার্ষিক সদস্য সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারী)বেলা ১১ টায় জেলা সদরের চর বাগমারায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
বার্ষিক সদস্য সভায় সভাপতিত্ব করেন, সমিতি পরিচালনা বোর্ডের সভাপিত ও ২নং এলাকা পরিচালক মোঃ হাবিবুর রহমান মোল্লা।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) এর বানী পাঠ করেন ফরিদপুর জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ মজিবুর রহমান।
নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে সমিতির অর্থনৈতিক ভিত মজবুত করার আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন,পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,সমিতি পরিচালনা বোর্ডের সহ সভাপতি ও ৩নং এলাকা পরিচালক মোঃ কোবাদ হোসেন,সচিব ও ৪ নং এলাকা পরিচালক মোঃ ফিরোজ সেখ,কোষাধ্যক্ষ ও ৭ নং এলাকা পরিচালক মোঃ আব্দুল লতিফ বিশ্বাস,১নং এলাকা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ,৫নং এলাকা পরিচালক মোঃ ইসারত আলী মন্ডল,৬নং মনোনীত এলাকা পরিচালক দ্বীজেন্দ্র নাথ দাস, মোঃ আরিফুর রহমান, মিলন কুমার রায়,আবু হাসানাৎ মোঃ এহসানুল পরিচালক,মহিলা পরিচালক রেহেনা পারভীন,নূরজাহান বেগম,প্রভাতী রানী দাস।
উল্লেখ্য,বার্ষিক প্রতিবেদন অনুসারে ১৯৯৯ সালের ১০ মে থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজবাড়ী জেলার ৫ টি উপজেলার ৩ হাজার ৫৮৩ কিঃলোঃ বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে।এতে ১ লক্ষ ৭৪ হাজার ৭৪৬ জন গ্রাহক কে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।২০১৭-২০১৮ইং অর্থ বছরে রাজবাড়ী পল্লী বিদ্যুত সমিতির মোট পরিচালন আয় ৫০ কোটি ৬ হাজার ৯৮৫ টাকা।মোট পরিচালন ও রক্ষনাবেক্ষণ খরচ ৪১ কোটি ২৭ লক্ষ ৬৯ হাজার ৮৭৯ টাকা।বিদ্যুৎ সরবরাহে মোট ব্যায় ৫৬ কোটি ৮২ লক্ষ ৪০ হাজার ১৩৮ টাকা।নীট ক্ষতি ৫ কোটি ৩৩ লক্ষ ৭১ হাজার ৮৮৯ টাকা।