স্বতন্ত্র ও বিকল্প ৮ জন প্রার্থীকে বিএনপির সমর্থন

Slider রাজনীতি


ঢাকা:একাদশ জাতীয় নির্বাচনে ৩ জন স্বতন্ত্র ও অন্য ৫ টি আসনে বিকল্প প্রার্র্থীকে সমর্থন জানিয়েছে বিএনপি। এরা হলেন- ঢাকা-১ আসনে দলীয় প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামকে বিএনপি সমর্থন দেয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সালমা ইসলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তার আসনে আওয়ামী লীগের সালমান এফ রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগম, বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবুলকে বিএনপি সমর্থন জানিয়েছে। সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি জটিলতায় সর্বোচ্চ আদালতে গিয়েও তার প্রার্থিতা স্থগিত হয়। সেখানে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে মুকাব্বির খানকে সমর্থন দিয়েছে বিএনপি। মানিকগঞ্জ-৩ আসনে ঋণখেলাপির কারণে আফরোজা খান রীতার মনোনয়ন স্থগিত হয়েছে। সেখানে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামাল এবং চাঁদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন এম এ হান্নান। কিন্তু উচ্চ আদালতে তার প্রার্থিতা স্থগিত হয়ে যায়। সেখানে বিএনপির বিকল্প প্রার্থী লায়ন হারুন অর রশীদকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে।

নীলফামারী-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল আমজাদ হোসেনকে। তার প্রার্থিতা বাতিল হওয়ায় পর দলের বিকল্প প্রার্থী কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন রশিদুজ্জামান মিল্লাত। তার প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের ইঞ্জিনিয়ার সিরাজুল হককে বিএনপির সমর্থন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *