ঐক্যফ্রন্ট প্রার্থীর মৃত্যু, গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত অনলাইন ডেস্ক

Slider জাতীয় টপ নিউজ

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় আইন অনুযায়ী এ আসনের নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুনঃতফসিল ঘোষণা করে এই আসনে নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ (১) অনুযায়ী, ওই আসনে নির্বাচন স্থগিত থাকবে। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তার মৃত্যুর সনদপত্রসহ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। এরপর নির্বাচন কমিশনাররা সিদ্ধান্ত দেবেন।

বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঐক্যফ্রন্ট প্রার্থী টি আই এম ফজলে রাব্বী চৌধুরী। তিনি জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *