গাজীপুরে ১০ মনোনয়নপত্র বাতিল, বৈধ হয়েছে ৩৯টি

Slider বাংলার মুখোমুখি

গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের বিপরীতে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বাছাইয়ে ১০টি বাতিল হয়েছে। মনোনয়নপন বৈধ ঘোষনা হয়েছে ৩৯টি।

আজ রোববার বিকাল ৫টার পর গাজীপুর জেলা রিটার্নিং অফিসার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর এই তথ্য জানিয়েছেন।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন,

গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন শিকদার, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ হুমায়ুন কবীর, কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ আলী হোসেন মন্ডল।
গাজীপুর-২ আসনে জাতীয় পার্টির জয়নাল আবেদীন ও মোঃ মাহবুব আলম।
গাজীপুর-৩ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের আঃ রহমান, জাসদের জহিরুল হক মন্ডল বাচ্চু।
গাজীপুর-৪ আসনের জাতীয় পার্টির মোঃ মোশারফ হোসেন ও স্বতন্ত্র মোঃ মনির হোসেন।
গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী আবু আশরাফ ভূইয়া।

গাজীপুরের ৫টি আসনে ৬০জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে মনোনয়নপত্র জমাদানকারী ৪৯ জন। গতকাল বাছাইয়ে বাদ পড় ১০ জন ছাড়া বাকী ৩৯ জন হলেন,

গাজীপুর-১ আসনে আওয়ামীলীগের আ ক ম মোজাম্মেল হক, বিএনপির তানবীর আহমেদ সিদ্দিকী, চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল বাশার, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির আব্দুল মজিদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির আরিফুল ইসলাম, গনফ্রন্টের আতিক মাহমুদ, বাংলাদেশ তরীকত ফেডারেশনের মোঃ হাসান উদ্দিন, বাসদের রাহাত আহম্মেদ, জাতীয় পার্টির মোঃ শরীফুল ইসলাম, গণফোরামের মোঃ রফিকুল ইসলাম।

গাজীপুর-২ আসনে আওয়ামীলীগের মোঃ জাহিদ আহসান রাসেল, বিএনপির এম মঞ্জুরুল করিম রনি, মোঃ সালাহ উদ্দিন সরকার, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মোঃ জিয়াউল কবীর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মোঃ আব্দুল কাইয়ুম,বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ মোাহাম্মদ আব্দুল হান্নান নূর ও ইসলামিক আন্দোলন বাংলাদেশের হারুন অর রশিদ।

গাজীপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মুহাম্মদ ইকবাল হোসেন,বিএনপির এস এম রফিুকল ইসলাম, জাতীয় পার্টির আফতাব উদ্দিন আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী, ইসলামিক আন্দোলন বাংলাদেশের রহমত উল্লাহ,জাকের পার্টির নাসির উদ্দিন, বাংলাদেশ তরীকত ফেডারেশনের রফিকুল ইসলাম ও বাসদের এস এম মফিজ উদ্দিন আহমদ।

গাজীপুর-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের সিমিন হোসেন(রিমি), বিএনপির শাহ রিয়াজুল হান্নান, জাসদের মোঃ নাজিম উদ্দিন শেখ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মানবেন্দ্র দেব, ইসলামিক আন্দোলন বাংলাদেশের ইসলাম সরকার, জাকের পার্টির জুয়েল কবির, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত।

গাজীপুর-৫ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মেহের আফরোজ, বিএনপির এ কে এম ফজলুল হক মিলন, জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির, ইসলামিক আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, জাকের পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আল আমিন দেওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *