সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় অভিযান, আটক ৪৩

Slider জাতীয়

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার ৪৩ কর্মকর্তা-কর্মচারিকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে চালানো এক অভিযানে তাদের আটক করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালত অঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আইনজীবীরা সোচ্চার হয়ে ওঠেছেন। আমরা বারের পক্ষ থেকে এ বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করেছিলাম। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের ২ নম্বর প্রশাসনিক ভবনে একটি ঝটিকা অভিযান পারিচালিত হয়। এবং প্রাথমিকভাবে সেখান থেকে এই ৪৩ কর্মকর্তা-কর্মচারিকে আটক করা হয়।

মশিউর রহমান বলেন, ৪৩ জনকে আটকের পর বার নেতৃবৃন্দকে খবর পাঠানো হলে বারের সম্পাদকসহ আমরা ঘটনাস্থলে যাই। এরপর জানতে পারি, আটক ব্যক্তিরা নিজ শাখায় নিজ নিজ দায়িত্ব পালন না করে অন্য কার্যক্রমে ব্যস্ত রয়েছেন। ফলে তাদের আটক করা হয়েছে। সেখানে অভিযুক্তদের নাম, ঠিকানা সংগ্রহ শেষে তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।
এখন আমরা (বার নেতৃবৃন্দ) বসে আলোচনা করে পরবর্তী কর্মপন্থার বিষয়ে সিদ্ধান্ত নে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *