কালীগঞ্জ সংসদীয় আসনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন চুমকি

Slider গ্রাম বাংলা

Exif_JPEG_420

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৫ কালীগঞ্জ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি দলীয় নেতৃবৃন্দ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের পর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেয়ায় হ্যাটট্রিক জয়ের আশায় তার দলীয় নেতাকর্র্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশ^স্ততার পুরস্কার মানুষ এক সময় না একসময় নিশ্চয় পায়। তাই প্রত্যেকের উচিত, যেখানে আছে, সেখান থেকে বিশ^স্ততার পরিচয় দিতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যার পাশে থেকে যেন ভালো কিছু কাজ করে যেতে পারি। জনগণের জন্য দশটি বছর কাজ করেছি। আমি তা বিশ্বাস করি,তার মূল্যায়ন জনগন আমাকে বিজয়ী করে তার প্রতিদান দিবে। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, গাজীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও এবিএম তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *