গাজীপুর-৩ আসনে নৌকার দিকে এগিয়ে মুক্তিযোদ্ধা এড.হারিছ উদ্দিন আহমদ

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের একাধিক প্রার্থী থাকলেও নৌকা প্রতীকের দিকে অনেকটাই এগিয়ে রয়েছেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জাতীয় কমিটির সদস্য এডভোকেট হারিছ উদ্দিন আহমদ।

তিনি গাজীপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি ও একাধিকবার গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন।

জানা গেছে, হারিছ উদ্দিন ছাড়া আওয়ামীলীগের আরো দুই জন প্রার্থী আলোচনায় আছেন। গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ ও বর্তমান সাংসদ এডভোকেট রহমত আলীর ছেলে জামিল হাসান দুর্জয়।

বিভিন্ন সূত্র বলছে, সবুজ ও দুর্জয় গ্রুপ সব সময় পরস্পর পরস্পরের বিরুদ্ধে লেগে থাকে। শ্রীপুর আওয়ামীলীগের দুটি গ্রুপ প্রকাশ্যে মারামারি করছে দীর্ঘ সময় ধরে। এদের গ্রুপিং এর কারণে একাধিক কর্মী খুনও হয়েছেন। তাদের একজনকে মনোনয়ন দিলে অন্য গ্রুপ বিরুদ্ধে কাজ করবে এতে নৌকার বিজয় অনিশ্চিত হয়ে যেতে পারে। সূত্র বলছে, এই অবস্থায় গাজীপুর-৩ শ্রীপুরে এডভোকেট হারিছ উদ্দিন আহমদকে নৌকা প্রতীক দিলে বিতর্কের উর্ধ্বে উঠে নৌকা বিজয়ী হতে পারবে সহজে।

তৃনমূল কর্মীরা বলছেন, আওয়ামীলীগের উন্নয়নকে অব্যাহত রাখতে ও দলীয় কোন্দল ঝামেলা মুক্ত করতে হারিছ উদ্দিন যোগ্য নেতা। তাকে নৌকা প্রতীক দিলে নিশ্চিত বিজয়ী হতে পারবে।

এডভোকেট হারিছ উদ্দিনের আহবান

১৯৬, গাজীপুর-৩
===========
প্রিয় ভাই এবং বোনেরা,
আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ হারিছ উদ্দিন আহমদ

শিক্ষাগত যোগ্যতাঃ বি.এ (অনার্স), এম.এ (এল.এল.বি) ঢাকা বিশ্ববিদ্যালয়,

রাজনৈতীক পদবীঃ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটি,
সহ-সভাপতি গাজীপুর জেলা আওয়ামী লীগ,
সাবেক সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক যুব সম্পাদক, সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ।

সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি
সাবেক সভাপতি, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগ
সাবেক ক্রিড়া সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
সাবেক সভাপতি, বর্তমান গাজীপুর জেলা তৎকালীন ভাওয়াল গড় জেলা ছাত্রলীগ।

সাবেক তিন বারের নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আইনজীবী সমিতি
এছাড়াও সাবেক শ্রম সম্পাদক, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগ,
সাবেক সাধারণ সম্পাদক ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগ ঢাকা মহানগর,

বর্তমান পাবলিক প্রসিকিউটর ( পি পি), গাজীপুর জেলা জজ কোর্ট।

আমার সুদীর্ঘ রাজনৈতীক জীবনের ইতিহাস তুলে ধরতে অনেক সময়ের প্রয়োজন সেজন্য সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। ১৯৭৯, ‘৮৬, ‘৯১, ‘৯৬, ‘০১ এবং ‘০৮ সালে মহান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তীর জন্য মনোনয়ন পত্র দাখিল করেছি কিন্তু অদ্যাবধি পর্যন্ত সেই কাঙ্খিত মনোনয়ন প্রাপ্ত হইনি। আমার ধীর্ঘ রাজনৈতীক জীবনে একদিনের জন্যও বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমি বিচ্যুত হইনি। এবারও আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছি। আপনাদের সকলের দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *