গাজীপুরে মইনুলের বিরুদ্ধে মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ

Slider গ্রাম বাংলা

গাজীপুর: সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলার অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার গাজীপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সাপ্তাহিক বঙ্গজননী পত্রিকার সহ-সম্পাদক ও মহানগরীর বাসন থানার নলজানী এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে আতিক মাহমুদ।

বাদীপক্ষের আইনজীবী ও গাজীপুর বারের সভাপতি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের বিচারক মাহবুবা আক্তার মামলাটি আমলে নিয়ে ওসিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ব্যারিস্টার মইনুল হোসেন গত ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন ৭১টিভির টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে এবং নারীদের মানহানি হয়েছে। এই মন্তব্য বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *