৭ দফা দাবি আদায় করেই ঘরে ফিরবো: মির্জা ফখরুল

Slider চট্টগ্রাম

সরকারের কাছে ঐক্যফ্রন্টের দেওয়া সাত দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মামলা অনেকে হয়েছে, ভৌতিক মামলা অনেক দিয়েছেন। কিন্তু সাত দফা দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।

আমাদের চেয়ারপারসন কারাগারে যাওয়ার আগে বলে গেছেন, ‘আমি যদি নাও থাকি, জাতীয় ঐক্য গড়ে তুলে পতন ঘটাতে হবে। ’
শনিবার বিকেল ৪টার দিকে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের সড়কে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার নিজেরা নাশকতা-সহিংসতা করে। তারপর বিরোধীদলের ওপর দোষ দেয়। বিরোধী দলের নেতাকর্মীদের বন্দী করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণকে জিম্মি করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। বন্দুক, পিস্তল দেখিয়ে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন পাকিস্তানিরাও দেখেনি। আমরা অন্যায়ের কাছে মাথানত করব না। ’

জনগণ এবার আর ভাঙা নৌকায় উঠবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের ওপর জনগণের আস্থা নেই।

তারা মামলা দিয়ে জনগণের আন্দোলন বন্ধ করতে চায়। জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন। এ আন্দোলন তখনই থামবে যখন এ সরকার পতন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *