র‌্যাবের আরো ৫ সদস্য ৮ দিনের রিমান্ডে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

rana
গ্রাম বাংলা ডেস্ক: নারায়ণগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডার ঘটনায় র‌্যাবের অন্য পাঁচ সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য আট দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
তারা হলেন এমদাদুল হক, আরিফ হোসেন, হিরা মিয়া, বিল্লাল হোসেন ও আবু তৈয়্যব। তারা সবাই র‌্যাব-১১-এর সদস্য।

বুধবার সকাল ৯টার দিকে তাদের গ্রেফতারের পর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আদালতে হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। তাদের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ কাজ করতে বাধ্য হয়েছেন তারা।

2-rab-officers

ইতোমধ্যে র‌্যাব-১১-এর সাবেক তিনজন কমকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *