আরাফাতের হয়ে প্রচারে অংশ নেবেন কি না, জানালেন ফেরদৌস

Slider বিনোদন ও মিডিয়া

দীর্ঘদিন ধরেই ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের হয়ে দলীয় ফরম সংগ্রহ করেছেন তিনি। প্রয়াত বরেণ্য অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আর প্রিয় এই শিল্পীর অসমাপ্ত কাজগুলো শেষ করার ইচ্ছা নিয়েই আসনটিতে নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন তিনি- এমনটাই জানালেন ফেরদৌস।

তার কথায়, ‘আমাদের অভিভাবক ফারুক ভাই এভাবে চলে যাবে, তা আমরা কেউই আশা করিনি। তিনি আমাদের মুরব্বি ছিলেন। দেশ ও চলচ্চিত্রের জন্য তিনি অনেক কিছুই করে গেছেন। তার কাজের কিছুটা অংশ হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম।’

ফেরদৌস আরও বলেন, ‘আমি এই (ঢাকা-১৭ আসন) এলাকার সন্তান। আমার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা সব কিছুই এখানে। এই এলাকার রাস্তাঘাট, প্রতিটি অলিগলি আমার খুব চেনা। আর এখানকার মানুষজনও আমাকে খুব ভালোবাসে। আমি জানি, এখানে কী কী করা প্রয়োজন। তাই নায়ক হিসেবে নয়, এই এলাকার সন্তান হিসেবে নির্বাচনে করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

আওয়ামী লীগ তো এই আসনে তাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতকে মনোনীত করেছে। এখন কী তার হয়ে প্রচারণায় অংশ নেবেন? উত্তরে ফেরদৌস বলেন, ‘আমি প্রায় দুই যুগ ধরে আওয়ামী লীগের হয়ে সামাজিক নানা কাজ করে আসছি। আগামীতে এই কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ভালো হবে, তা বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন। আমি তা সাধুবাদ জানাই। আর নির্বাচন করার সুযোগ আমাকে দেওয়া হয়নি বলে, আমি কাজ করব না- এমনটা ভাবার কোনো সুযোগ নেই। অবশ্যই আওয়ামী লীগের হয়ে প্রচারণার মাঠে আমাকে পাওয়া যাবে। বরং কাজটি আরও আগ্রহ নিয়ে করব, এটি আমার এলাকা।’

উল্লেখ্য, নায়ক ফেরদৌস বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। আর ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানার ১৫, ১৮, ১৯, ২০ ও ৯৫ নম্বর ওয়ার্ড নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *