আদিবাসীদের ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে দিনাজপুরে অবরোধ

Slider গ্রাম বাংলা

সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে আদিবাসী কোটা রক্ষা কমিটির ব্যানারে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এতে সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে সকাল সাড়ে ১১টার দিকে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আদিবাসী শিক্ষার্থীরা বলেন,‘মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে আদিবাসীদের ভুমিকা ছিল। কিন্তু এরপরেও আদিবাসীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠি হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নানা প্রতিকূল অবস্থার মধ্যে লেখাপড়া করেও তারা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। তাই সবদিক বিবেচনা করে সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানান তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আদিবাসী কোটা রক্ষা কমিটি দিনাজপুরের আহ্বায়ক মিলন সরেন, যুগ্ম আহ্বায়ক রিপন মার্ডি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ মালকো, ডেনিস বাস্কে, সিদায় পাহান, আদিবাসী মুক্তি মোর্চা দিনাজপুরের সভাপতি আলবেনুস টুডু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *