বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে কারাদণ্ড

Slider গ্রাম বাংলা

ঝালকাঠি রাজাপুরের বিষখালী নদীতে মঙ্গলবার গভীর রাতে নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে ডিমওয়ালা ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা বেগম পারুল বুধবার সকালে এ দন্ডাদেশ দেয়।

দন্ডপ্রাপ্তরা হল- উপজেলার বড়ইয়া গ্রামের মৃত আঃ মন্নান আকনের ছেলে কালাম আকন (৫২), মৃত বছির উদ্দিনের ছেলে রুস্তুম হাওলাদার (৪৮) ও পালট গ্রামের মাহমুদ হাওলাদারের ছেলে মেহেদী হাসান (১৮)।
রাজাপুর থানা ওসি শামসুল আরেফিন জানান, গত রাতে উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ বিষখালি নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকাররত অবস্থায় ৩ জেলেকে আটক করে ১ বছরের সাজা দেয়। অভিযানে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও কিছু ইলিশ মাছ জব্দ করে।

দন্ডপ্রাপ্তদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হযেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *