‘কোন ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না’

Slider সারাদেশ


ঢাকা: ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে কোন প্রকার নৈরাজ্য বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া।

আজ বুধবার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা পর্যবেক্ষণ করে ডিএমপি কমিশনার এ কথা বলেন। ডিএমপি কমিশনার আসাদুজ্জামন মিয়া বলেন, কেউ নৈরাজ্য করে আতঙ্ক সৃষ্টির চেষ্টার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সব পেশা ও শ্রেণির মানুষের জন্য আইন সমান। তিনি আরো বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে নিরাপত্তা বিষয়টিকে আরো জোরদার করা হয়েছে বলে জানান তিনি। নগরবাসীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আপনারা আপনাদের কাজে নিয়োজিত থাকেন। রায়কে ঘিরে কেউ রাষ্ট্র ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ তা শক্ত হাতে প্রতিহত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *