ধর্ষণের শিকার হয়ে ফেসবুকের বিরুদ্ধে তরুণীর মামলা

Slider নারী ও শিশু

মাত্র ১৫ বছর বয়সেই ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এক তরুণী। ধর্ষণের শিকার হওয়ার পর যৌন ব্যবসাতে জড়িয়ে পড়ায় জন্য তিনি দায়ী করেছেন ফেসবুককে।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া জায়ান্টের বিরুদ্ধে মামলাও করেছেন জেন ডো নামে ওই তরুণী।
সোমবার টেক্সাসে হাউসটনের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করেন তিনি। মামলায় ওই তরুণী অভিযোগ করে বলেন, ২০১২ সালে এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় ওই তরুণীর। সেই ব্যক্তির সঙ্গে একাধিক মিউচুয়াল ফ্রেন্ডও ছিল। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। জেন ডো-র কোনো ধারণ ছিল না যে সেক্স ট্র্যাফিকাররাও থাকতে পারে সোশ্যাল মিডিয়ায়। ফলে দিনের পর দিন তাকে যৌন নির্যাতন, ধর্ষণের শিকার হতে হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, ফেসবুক কর্তাদের বোঝা উচিৎ যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাবালিকাদের সঙ্গে খারাপ ঘটনা ঘটতে পারে।

তবে এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *