পৃথিবীকে বাঁচাতে নতুন পদক্ষেপ নাসার

Slider তথ্যপ্রযুক্তি

গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর উষ্ণতা ক্রমে বাড়ছে।

এবার সেই ব্যাপারে বিস্তারিত জানতে বড় পদক্ষেপ করল নাসা। আগামী শনিবার তারা লঞ্জ করতে চলেছে নতুন আইসস্যাট-২। জানা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেরবার্গ এয়ারফোর্স বেস থেকে উৎক্ষিপ্ত হবে এই অর্ধেক টনের উপগ্রহ।
নাসার এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজ্ঞানী মহল। যেভাবে দ্রুত হারে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে ও মেরু প্রদেশের বরফ গলছে তা অত্যন্ত আশঙ্কাজনক বলে মনে করছে তারা। নাসার গবেষক রিচার্ড স্লোনাকের জানাচ্ছেন, এই প্রোজেক্ট নিয়ে আশাবাদী নাসা। তারা চাইছে দ্রুত ওই সমস্যার গভীরতাকে চিহ্নিত করতে।

প্রায় এক দশক আগে ২০০৩ সালে আইসস্যাট নামের এক উপগ্রহ লঞ্চ করে নাসা। এবার প্রায় পনেরো বছর পরে নতুন উপগ্রহ লঞ্চ করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *