সিলেটে যাত্রা শুরু করল পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম

Slider সিলেট

পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) সিলেটে যাত্রা শুরু করেছে। এর আগে চট্টগ্রাম ও রাজশাহীতেও কাজ শুরু করেছে সিআরটির পৃথক ইউনিট।

আজ বুধবার সিলেট পুলিশ লাইন্সে অনুষ্ঠানিক মহড়ার মাধ্যমে এই যাত্রা শুরু হয়। অতিরিক্ত উপ-কমিশনার, দুজন সহকারী পুলিশ কমিশনার ছাড়াও এ দলে আছেন দুইজন পরিদর্শক, ছয়জন উপ-পরিদর্শক, দুইজন সহকারী উপ-পরিদর্শক, দুইজন নায়েক ও নয়জন কনস্টেবল।

ইউনিটের কাজ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, জঙ্গি দমন ও মাদক চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে এই দল।

২৪ সদস্যের বিশেষ এ দলটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও জর্ডানে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছে।

অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, গ্রেপ্তার বা দমন অভিযানসহ যেকোনো পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নেওয়া ও অস্ত্র পরিচালনার জন্য তাদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন যুক্তরাষ্ট্র ও জর্ডানের প্রশিক্ষকরা।

সিলেট নগর সিআরটির নেতৃত্ব দিচ্ছেন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) শাহরিয়ার আল-মামুন। টিম লিডার হিসেবে রয়েছেন সহকারী পুলিশ কমিশনার আহমেদ পিয়ার ও মুনাদির ইসলাম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *