দুর্ঘটনায় এনা’র দুই বাস, নিহত ৫

Slider সারাদেশ

দুই জেলায় এনা পরিবহনের দুই বাস দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন ও নরসিংদীতে দুইজন নিহত হন।

বুধবার এ দুই দুর্ঘটনা ঘটে। এনা পরিবহনের বাস দুর্ঘটনার খবর প্রায় আসে। তাই একই দিনে এ পরিবহনের দুই দুর্ঘটনার কারণে উদ্বিগ্ন যাত্রীরা।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুপুরে এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২০ জন। তবে তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, সিলেটগামী এনা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈশ্বামুড়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

অপরদিকে নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) ও কফিল উদ্দিনের ছেলে রোমান (২৪) এ ঘটনায় নিহত হয়েছেন। তারা কাপাসিয়া এলাকার খিড়াটি গ্রামের বাসিন্দা ছিলেন।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *