ভারতে নারী সুরক্ষায় ভরসা যোগাচ্ছে নির্ভয় রিভলভার

নারী ও শিশু সারাবিশ্ব

image_161685.10নারীদের সবচেয়ে কাছের বন্ধুটির প্রসঙ্গ উঠলেই, সবার আগে মনে আসত হীরে বা গয়নার কথা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা নিতান্তই রূপকথা। বর্তমান সমাজ ব্যবস্থায় নারীর সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছে তাঁর আত্মরক্ষার অস্ত্রটি। ২০১২-র ১৬ ডিসেম্বর। ওই অভিশপ্ত রাতে দিল্লির চলন্ত বাসে গণধর্ষিতা হন ২৩ বছরের প্যারামেডিকেলের ছাত্রী। এক কঠিন সংগ্রামের পর মৃত্যু কাছে হার মানেন নির্ভয়া। এই ঘটনার ১ বছর পর নির্ভয়ার স্মরণে তৈরি হয় নির্ভীক রিভলভার ৩২। হালকা ওজনের এই পিস্তলে রয়েছে ছয়টি গুলি। এই বন্দুকই এখন নারীদের আত্মরক্ষার অন্যতম ভরসা।

আত্মরক্ষার তাগিদে নির্ভীক রিভলভারকে সঙ্গী করা বেশকিছু মহিলার মধ্যে একদন সীমা খারবান্দা। তাঁর কথায়, রিভলভারই এখন মেয়েদের প্রথম বন্ধু। তিনি বলেন, এই রিভলভারটি আমার সঙ্গে থাকলে নিজেকে সুরক্ষিত মনে হয়। এটা আমার কাছে অলঙ্কার। সোনা-গয়না কেনার পিছনে মেয়েরা অনেক টাকা ব্যায় করে থাকেন। গয়নার মতো এবার থেকে রিভলভারই হওয়া উচিত নারীর প্রথম অলঙ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *