অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলার আদালত

Dudok 3জালিয়াতির মাধ্যমে এক কোটি ৩১ লাখ আত্মসাতের অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া কর্মকর্তা শরিফুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৭ জুলাই ঢাকার রমনা মডেল থানায় দায়ের করা মামলায় আটজনকে আসামি করা হলেও, চার্জশিটে সাতজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এ চার্জশিটের অনুমোদন দেওয়া হয়।
শিগগিরই চার্জশিট আদালতে পেশ করবেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক এস এম সাহিদুর রহমান।

অভিযুক্ত অন্যরা হলেন- মেসার্স সিয়াম গ্রুপ কেয়ারের মালিক সাদেকুল ইসলাম, তানভীর সরকার, খাদিজা খাতুন দিনা, মুরাদ মোর্শেদ, ফিরোজ কবীর ও শ্রীপুর গ্রামের সুফিয়া সরকার।

সূত্র জানায়, সরকারি কর্মচারীদের বেতন স্থানান্তরের কাজ করতেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এসএএস সুপার শরিফুল ইসলাম। তিনি অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে ডাচ্-বাংলা ব্যাংকে ছয়টি হিসাব খুলে ইএফটি অ্যাকাউন্ট সংযুক্ত করেন। এর মাধ্যমে তিনি মোট এক কোটি ৩১ লাখ টাকা অর্থ স্থানান্তর করে আত্মসাৎ করেন।এর আগেও গত নভেম্বরে তাদের বিরুদ্ধে আরেকটি চার্জশিট দাখিল করে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *