মানিকগঞ্জ : সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে ওই রুটে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।
বুধবার রাতে তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে আটকে পড়ে চারটি ফেরি। পাটুরিয়া ঘাটে বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলিয়ে প্রায় দুই শ যানবাহন পাড়ের জন্য অপেক্ষা করে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা থেকেই নদীতে একটু একটু করে কুয়াশা পড়ছিল। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তীরে ভিড়তে না পেরে শাহ এনায়েতপুরী, শাহজালাল, খানজাহান আলী ও কুমারী নামের চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
তিনি আরো জানান, গত কয়েকদিন ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে।