জুভেন্তাস আমার শৈশবের স্বপ্ন : রোনালদো

Slider খেলা

রিয়াল মাদ্রিদ সমর্থকদের হৃদয় ভেঙে জুভেন্তাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ রবিবার তার অভিষেকের কথা রয়েছে। রাশিয়া বিশ্বকাপের পর তার এই সিদ্ধান্তে গোট ফুটবল বিশ্ব অবাক হয়েছিল। সেই বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই নতুন বিস্ময় উপহার দিলেন সিআর সেভেন। বললেন, জুভেন্তাসে খেলা নাকি তার শৈশবের স্বপ্ন ছিল!

জুভেন্তাস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগালের অধিনায়ক বলেন, ‘এটা দারুণ একটা ক্লাব। ছেলেবেলা থেকেই এই দলের প্রতি আমার ভালো লাগা ছিল এবং আমি বলতাম যে, আমি একদিন এখানে খেলতে চাই। এটা বিশ্বের অন্যতম বড়। ইতালির সব থেকে বড় আর বিশ্বের অন্যতম সেরা। এটা সহজ একটা সিদ্ধান্ত ছিল কারণ জুভেন্তাস অবিশ্বাস্য এক ক্লাব। আমি সত্যিই খুশি ও সুখী।’

গত জুলাইয়ে হুট করেই রিয়াল মাদ্রিদের সঙ্গে সাড়ে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেন রোনালদো। তুরিনে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের কোয়ার্টার-ফাইনালে রিয়ালের হয়ে বাইসাইকেল কিকে গোল করার পর জুভেন্তাস সমর্থকরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছিল রোনালদোকে।

সেই সম্মান তাকে ক্লাবটিতে আসতে প্রেরণা জুগিয়েছে জানিয়ে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে আগে কখনো এমনটা হয়নি। ওই মুহূর্ত থেকে আমি ক্লাবটিকে আরও বেশি পছন্দ করি। ছোট ছোট ব্যাপারগুলো সব সময় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমি বলব না যে, সেটাই আমার জুভেন্তাসে আসার মূল কারণ। কিন্তু এটা সাহায্য করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *