রাষ্ট্রের প্রতি – সাদিয়া তাহমিন মিশু

Slider সাহিত্য ও সাংস্কৃতি

রাষ্ট্রের প্রতি
– সাদিয়া তাহমিন মিশু

একখানা দাবি নিয়ে- বাচ্চারা রাস্তায়,
চলাচল, যাতায়াতে নিরাপদ পথ চাই।
বিস্ময়ে- দেখছি
ভাবছি ও ভাবছি
ছোট এ চাওয়াতে ওরা কেন মার খায়!

বাঙালিই হটিয়েছে বর্গী ও নীলকর,
গৌরবে সাতান্ন– বাহান্ন– একাত্তর।
অনিয়ম দূরতে
অনাচার রুখতে
রক্তেরই বেগ বেড়ে যেতে পারে সত্ত্বর।

ওরা শুধু শিশু নয়, ওরা কারো সন্তান,
হতে পারে স্বজনে রাজপথে আগুয়ান।
জনতা জাগলে
ঘর- দোর ছাড়লে
হতে পারে রচনা যে ভয়ানক আখ্যান।

শোন, শোন রাষ্ট্র– সবিনয় দাবিটা,
জীবনের সাথে কর নিরাপদ পথটা।
সব মেঘ উড়ে যাক
আলোতে ভরে থাক
গৌরবে হাসুক না সোনার এ দেশটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *