প্রচারনার শেষ পর্যায়ে ত্রিমুখী শ্লোগানে মুখরিত জিন্দাবাজার

Slider সারাদেশ

সিলেট প্রতিনিধি :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আর বাকি মাত্র একদিন। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আজ শনিবারই প্রচরাণার শেষ দিন। মধ্যরাতে বন্ধ হবে প্রচারণার কাজ। প্রচারনার শেষ পর্যায়ে ত্রিমুখী শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে জিন্দাবাজার এলাকা।

তাই শেষ দিনে পুরো সময়কেই কাজে লাগানোর চেষ্টা করছেন প্রার্থীরা। গণসংযোগের পাশাপাশি মিছিল ও জনসভার মাধ্যমে নগরবাসীর কাছে ভোট চাইছেন প্রার্থীরা।

শনিবার বিকালেও এমন আয়োজন ছিল আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের প্রার্থীর। দলের নেতাকর্মীদের তারা নগরীর বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন। বিকাল সাড়ে ৫টার দিকে তিন পক্ষই লিফলেট বিতরণ করতে করতে আসেন নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে।

পূর্ব জিন্দাবাজারের দিক থেকে আসেন নৌকা মার্কার সমর্থকরা, বন্দরবাজার থেকে আসেন ঘড়ি মার্কার সমর্থকরা, জল্লারপাড়ের দিক থেকে আসেন ধানের শীষের সমর্থকরা। সকলেই এসে মিলিত হন জিন্দাবাজারে।

সেখানে সমর্থকরা তাদের প্রতিক ও প্রার্থীর নাম ধরে শ্লোগান দিতে থাকেন। এসময় পয়েন্টের চারদিকে যাটজটের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *