কুমিল্লায় ভবন থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

Slider গ্রাম বাংলা

200852_bangladesh_pratidin_lass

কুমিল্লা নগরীর ইপিজেড এলাকায় বহুতল ভবন থেকে ছিটকে পড়ে পলাশ (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ইপিজেড এলাকায় প্রবাসী আলী মেহেদী খোকন নির্মাণাধীন ১৩ তলা ভবনে এ ঘটনা ঘটে।

পলাশ নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ভবনের নির্মাণ শ্রমিকসহ স্থানীয় লোকজন জানান, জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার মৃত আলী আকবরের ছেলে কাতার প্রবাসী আলী মেহেদী খোকন ১৩ তলা একটি ভবন (খোকন টাওয়ার) নির্মাণ করছেন।

আজ মঙ্গলবার শ্রমিক পলাশ নির্মাণাধীন ওই ভবনের ১১তলায় কাজ করছিলেন। নিরাপত্তা বেষ্টনীবিহীন ওই বহুতল ভবনে নির্মাণ কাজ করার সময় সেই ছিটকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
নির্মাণাধীন ওই ভবনের মালিক পক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভবন নির্মাণ কাজ পরিচালনাকারী ইব্রাহিম খলিল ও শামীমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আদিল মাহমুদ জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *