চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ মঙ্গলবার ১২টার সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি ব্যাংককের উদ্দেশে রওনা দেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মমিনুল হক সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুর ১২টার সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি ব্যাংককের উদ্দেশে রওনা দিয়েছেন।
সৈয়দ আশরাফের সঙ্গে রয়েছেন তার ভাই সাফায়েতুল ইসলাম, বোন রাফিয়া নূর রুপা, ভাইয়ের স্ত্রী নাজমা ইসলাম ও তার ব্যক্তিগত সহকারী এস এম সাজ্জাদ হোসেন শাহীন।