ইংল্যান্ডকে হারিয়ে যা বললেন বেলজিয়ান কোচ

Slider খেলা

131241_bangladesh_pratidin_bdp_belgium

বিশ্বকাপে আসরে দুর্দান্ত ফর্মে আছে বেলজিয়াম। তারকা ভরা দলটি গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকেই দ্বিতীয় রাইন্ড নিশ্চিত করেছে।

দলের এমন দারুণ ছন্দ দেখে মুগ্ধ কোচ রবার্তো মার্তিনেজ।
বেলজিয়াম-ইংল্যান্ড ম্যাচের পর তিনি জানালেন, রাশিয়া বিশ্বকাপ নাকি তার দেখা সবচেয়ে ভালো বিশ্বকাপ। রাশিয়া আর রাশিয়ানদের প্রশংসায়ও কৃপণতা দেখাননি বেলজিয়ান কোচ। এ সময় মার্তিনেজ বলেন, সত্যিই মুগ্ধ হওয়ার মতো। আমি গত দু’টি বিশ্বকাপের সঙ্গে জড়িত ছিলাম। অবকাঠামো, সাংগাঠনিক কাজের বিষয়ে আমি জানি। আমাকে স্বীকার করতেই হচ্ছে রাশিয়া বিশ্বকাপ আমার যুক্ত থাকা বিশ্বকাপগুলোর মধ্যে সবচেয়ে ভালো।

এছাড়া রাশিয়ার আয়োজন নিয়ে তিনি বলেন, তাদের আতিথেয়তা অবিশ্বাস্যরকম। তারা সবাইকে অবাক করে দিয়েছে।

এটা রাশিয়া ও রাশিয়ানদের আশ্চর্যজনকভাবে উপস্থাপন করেছে। আমরা যে স্টেডিয়ামে আছি, এটা মাত্র চারটি ম্যাচের জন্য তৈরি করা হয়েছে। স্টেডিয়াম নির্মাণে কোনো গাফিলতির ছাপ নেই।
অপরাজিত বেলজিয়ামের শেষ ষোলোর প্রতিপক্ষ জাপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *